ঘূর্ণিঝড় আমফানে বাংলাদেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ প্রাথমিকভাবে ১১০০ কোটি টাকা বলে জানিয়েছে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
মৎস্য ও প্রণিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় সরকারকে ক্ষয়ক্ষতির এ হিসাব দিয়েছে। তবে ক্ষয়ক্ষতির কোন বিবরণ দেওয়া হয়নি।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় সচিবালয়ে ঘূর্ণিঝড় আমফান পারবর্তী সার্বিক বিষয়ে অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রাথমিকভাবে প্রায় ১১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির তথ্য পেয়েছি। পুরো হিসেব পেতে কিছুদিন সময় লাগবে।