চাঁদপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি চাল উত্তোলন করে নিজের বাসস্থানে রেখেছেন। কিন্তু পরে অভিযোগ তদন্ত করেন সদর উপজেলার ইউএনও এবং জেলা প্রশাসক। উভয় তদন্ত প্রতিবেদনে চাল উত্তোলন ও বিতরণ প্রক্রিয়ায় কোন অনিয়ম বা আত্মসাৎ হয়নি বলে উল্লেখ করা হয়।
এর আগে গত ইত্তেফাকে গত বৃহস্পতিবার এক সংবাদ প্রকাশ হয় – দেশব্যাপী করোনা সংক্রমণ মোকাবেলায় নিঃস্ব ও দরিদ্র জনগণের মধ্যে চাল বিতরণে অনিয়ম, উক্ত নিউজে চাঁদপুর সদর উপজেলায় চাল চুরির অভিযোগ করা হয়।
এছাড়াও প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারি গুদাম থেকে প্রাপ্ত চালের সঙ্গে নিজ উদ্যোগে সংগ্রহকৃত শুকনো খাবার একত্রিত করে এলাকার দুঃস্থদের মধ্যে বিতরণের লক্ষ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদা উদ্যোগ নিয়েছিলেন