মোঃ মনজুুর আলম
চট্রগ্রাম ব্যুরো অফিস হতেঃ
ছাত্রলীগ নেতা রানা আর নেই ২৭ দিনপর না ফেরার দেশে চলে গেলেন তিনি। গভীর শোক প্রকাশ করেছেন ছদাহা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুর রহিম জয়, সাধারণ সম্পাদক মোঃ মনজুুর আলমসহ ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ। দক্ষিণ চট্রগ্রামের সাতকানিয়া উপজেলাতে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৭দিন পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন সাবেক ছাত্রলীগ নেতা আনিসুল হক রানা (২৪)। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্রগ্রাম মেডিকেল কলেজ
( চমেক) হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হেরে না ফেরার দেশে চলে গেলেন রানা।
তিনি সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড গোয়াজর পাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে বলে জানা যায়, গত ১ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬ ঘঠিকার সময় সাতকানিয়া উপজেলার সরকারি কলেজের সম্মুখ থেকে মোটর সাইকেল চালিয়ে কেরানীহাট যাচ্ছিল রানা। মোটর সাইকেলটি সাতকানিয়া সরকারি কলেজ সড়কের নাপিতের চর এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী একটি গাছের সাথে ধাক্কা লাগে বলে জানাযায়। সেখানে রানা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নগরীর পার্কভিউ হাসপাতালে নিয়ে যান।
এ ব্যাপারে রানার চিকিৎসার দেখভালকারী স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান বলেন, রানার মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনার পর থেকে অজ্ঞান অবস্থায় ছিলেন তিনি। পার্কভিউ হাসপাতালে তাকে লাইফ সার্পোটে রাখা হয়েছিলো। লাইফ সার্পোটের পাশাপাশি অপারেশনও করা হয় রানাকে। তার অবস্থার কিছুটা উন্নতি হলে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান তিনি। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি আরো বলেন, রানা বঙ্গবন্ধুর আদর্শের একজন অকুতোভয় সৈনিক ছিলেন।
সাতকানিয়া পৌরসভা ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোজাম্মেল হক ভোলা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রানার ১ ভাই সৌদি আরব থেকে আসার কথা। তাই আজ (শনিবার) জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।