সাম্প্রতিক শিরোনাম

ডিএমপি পুলিশের সকল পর্যায়ের সদস্যদের সাথে আইজিপি’র মতবিনিময়

বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গতকাল বিকেলে ঢাকা মেট্টোপলিটন পুলিশের কনস্টেবল হতে তদুর্দ্ধ সকল পর্যায়ের সদস্যদের সাথে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

বর্তমান করোনা পরিস্থিতিতে মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যের সাথে সরাসরি কথা বলে তাদের আনন্দ-বেদনার কথা তিনি ব্যক্তিগতভাবে শোনেন এবং তাৎক্ষনিকভাবে তাদের সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে পুলিশ সদস্যগণ জীবনের ঝুঁকি নিয়েও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ একটি বিরল প্রাপ্তি বলে দাবী করে তিনি বলেন, সকল পরিস্থিতিতে পুলিশের সদস্যগণকে অতীতের সকল দুর্যোগ ও দু:সময়ে পুলিশের ভ’মিকার মতো সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে হবে।

পুলিশ সদস্যদেরকে তিনি আশ্বস্ত করেন, জনগণের জন্য জীবন বাজি রেখে যারা কাজ করছে তাদের ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করবে বাংলাদেশ পুলিশ। রাষ্ট্রও তাদের সুরক্ষায় নানা আয়োজন রেখেছে।

ইতোমধ্যে আক্রান্ত সদস্যদের খাদ্য, চিকিৎসা, বিনোদনসহ সকল প্রকার প্রয়োজনীয় আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নির্দেশ দেন আইজিপি।

আক্রান্ত সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ করে তাদের খোঁজখবর নেয়ার জন্যও নির্দেশদেন তিনি।

পাশাপাশি, মাঠপর্যায়ে কর্মরত সকল পুলিশ সদস্যের সাথে নিয়মিত যোগাযোগ রেখে তাদের সুবিধ-অসুবিধার খোঁজখবর নিতে বলেন তিনি।

আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সম্ভবপর সকল চিকিৎসা ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।একটি প্রসঙ্গে আইজিপি বলেন, পুলিশের সাথে যে সকল আনসার সদস্য কাজ করছেন, তাদেরও ভালমন্দ আমাদের দেখতে হবে।

যে ক্ষেত্রে আনসার সদস্যদের পর্যাপ্ত সুরক্ষা নেই, সেক্ষেত্রে আমাদের সদস্যদের নিজেদের সুরক্ষার পাশাপাশি, তাদের জন্যও সুরক্ষার ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।

পরিশেষে, বর্তমানে দেশ ও মানুষের কল্যাণে পুলিশ সদস্যদের নির্ভীক ও নিরলস এই সেবা অব্যাহত রাখতে সকলকে আহবান জানান আই‌জি‌পি।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...