সাম্প্রতিক শিরোনাম

ডিএমপি পুলিশের সকল পর্যায়ের সদস্যদের সাথে আইজিপি’র মতবিনিময়

বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গতকাল বিকেলে ঢাকা মেট্টোপলিটন পুলিশের কনস্টেবল হতে তদুর্দ্ধ সকল পর্যায়ের সদস্যদের সাথে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

বর্তমান করোনা পরিস্থিতিতে মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যের সাথে সরাসরি কথা বলে তাদের আনন্দ-বেদনার কথা তিনি ব্যক্তিগতভাবে শোনেন এবং তাৎক্ষনিকভাবে তাদের সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে পুলিশ সদস্যগণ জীবনের ঝুঁকি নিয়েও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ একটি বিরল প্রাপ্তি বলে দাবী করে তিনি বলেন, সকল পরিস্থিতিতে পুলিশের সদস্যগণকে অতীতের সকল দুর্যোগ ও দু:সময়ে পুলিশের ভ’মিকার মতো সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে হবে।

পুলিশ সদস্যদেরকে তিনি আশ্বস্ত করেন, জনগণের জন্য জীবন বাজি রেখে যারা কাজ করছে তাদের ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করবে বাংলাদেশ পুলিশ। রাষ্ট্রও তাদের সুরক্ষায় নানা আয়োজন রেখেছে।

ইতোমধ্যে আক্রান্ত সদস্যদের খাদ্য, চিকিৎসা, বিনোদনসহ সকল প্রকার প্রয়োজনীয় আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নির্দেশ দেন আইজিপি।

আক্রান্ত সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ করে তাদের খোঁজখবর নেয়ার জন্যও নির্দেশদেন তিনি।

পাশাপাশি, মাঠপর্যায়ে কর্মরত সকল পুলিশ সদস্যের সাথে নিয়মিত যোগাযোগ রেখে তাদের সুবিধ-অসুবিধার খোঁজখবর নিতে বলেন তিনি।

আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সম্ভবপর সকল চিকিৎসা ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।একটি প্রসঙ্গে আইজিপি বলেন, পুলিশের সাথে যে সকল আনসার সদস্য কাজ করছেন, তাদেরও ভালমন্দ আমাদের দেখতে হবে।

যে ক্ষেত্রে আনসার সদস্যদের পর্যাপ্ত সুরক্ষা নেই, সেক্ষেত্রে আমাদের সদস্যদের নিজেদের সুরক্ষার পাশাপাশি, তাদের জন্যও সুরক্ষার ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।

পরিশেষে, বর্তমানে দেশ ও মানুষের কল্যাণে পুলিশ সদস্যদের নির্ভীক ও নিরলস এই সেবা অব্যাহত রাখতে সকলকে আহবান জানান আই‌জি‌পি।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...