সব প্রতিরোধ চুরমার করে দিয়ে বিশ্বজুড়ে হত্যালীলা চালিয়ে যাচ্ছে মারণ ভাইরাস করোনা। বৃহস্পতিবার রাতের হিসেবে বিশ্বজুড়ে করোনার করাল থাবায় মোট প্রাণ হারিয়েছেন ৫১ হাজারের বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখের গণ্ডি। কোথায় থামবে, কবে থামবে মৃত্যুর মিছিল, তা কেউই জানে না। ‘শাটডাউন’, ‘লকডাউন’ করেও রোখা যাচ্ছে না মারণ ভাইরাসকে। বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আরও ভয়াবহ আকার ধারণ করছে অদৃশ্য শত্রু।
করোনার দাপটে সবচেয়ে বিধ্বস্ত ইউরোপের দেশগুলি। ইতালিতে গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের আক্রমণে নতুন করে প্রাণ হারিয়েছেন ৭৬০ জন। আর আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৬৮ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯১৫ জনে। আক্রান্তের সংখ্যা প্রায় এক লক্ষ পনেরো হাজার।
সবচেয়ে বেশি আক্রান্ত আমেরিকাতে। মৃত্যুপুরীতে পরিণত হওয়া দেশে এখনও পর্যন্ত মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৭৬৮ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৮ হাজারে।
অন্যদিকে স্পেনে আক্রান্ত ১ লক্ষ ১০ হাজার এবং মৃতের সংখ্যা প্রায় ছাড়িয়েছে ১০ হাজারের মত
মারণ ভাইরাসের করাল থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশগুলির পরিস্থিতি এক নজরে দেখে নেওয়া যাক—
চীন — করোনার আঁতুরঘর হিসেবে পরিচিত দেশটিতে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৩০০ জন। আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৪৩৯ জন।
আমেরিকা — আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৯৪ জন। প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৭৬৮ জন।
জার্মানি– মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১১০৪ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৬৫৯ জনে।
ফ্রান্স– ইউরোপের দেশটিতে এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৬০৬ জন। আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ১৭৪ জন।
ইরান –মধ্যপ্রাচ্যের দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ২২ জনে। মারা গিয়েছেন ৩ হাজার ১৬০ জন।
ব্রিটেন—আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৫২২ জন। প্রাণ হারিয়েছেন ২ হাজার ১২১ জন।