দুজন যাত্রী নিয়ে কাতারযাত্রার ব্যাখ্যা দিল বিমান

দুইজন যাত্রী নিয়ে সম্প্রতি ঢাকা ছেড়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ফ্লাইটটি কাতারের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।  

তকে কী কারণে দুজন যাত্রী নিয়ে বিমানের ওই যাত্রা তার ব্যাখ্যা দিয়েছে বিমান।

সংস্থাটির ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ব্যাখ্যা দেয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত সোমবার (৭ সেপ্টেম্বর) লেবাননে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত আনতে ঢাকা-দোহা-বৈরুত-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করে।

ঢাকা-দোহা ফ্লাইটে মূলত কার্গো এবং বৈরুত-ঢাকা ফ্লাইটে যাত্রী পরিবহন করা হয়েছে।

বিশেষ অনুমতিতে দুইজন যাত্রী ও ৩১ হাজার ১৩৬ কেজি কার্গোসহ ঢাকা থেকে দোহার উদ্দেশে রওনা করে বিমানের বিশেষ ফ্লাইট বিজি-৪০২৫।

ফেরার পথে বৈরুত থেকে ৪০৮ জন যাত্রীসহ বিজি-৪০২৬ ঢাকায় পৌঁছায়।