মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৮৬-এ। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১৬১৭ জন। ফলে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৭৩৮ ।
বুধবার (২০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১০২০৭টি নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ২০৭ জন। মৃত ১৬ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও ৩ জন নারী।
এর আগে, মঙ্গলবার (১৯ মে) দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও।