দেশের প্রথম সারির জনপ্রিয় পত্রিকা দৈনিক ইত্তেফাকের আরও ৬ জন কর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে পত্রিকাটির ১৩ জন কর্মী করোনা শুনাক্ত হলো। জানা যায় শনাক্ত হওয়া সবাই ইত্তেফাকের প্রধান কার্যালয়ে কাজ করছিলেন।
দেশের প্রথম কোনো সংবাদমাধ্যম হিসেবে ইত্তেফাক তার সব কর্মীর করোনা পরীক্ষার ব্যবস্থা করে। আর সে পরীক্ষার মাধ্যমেই আজ নতুন করে ছয়জনের শরীরে করোনা ধরা পড়ে। এর আগে গত শুক্রবার (৮ মে) ইত্তেফাকের পাঁচ সংবাদকর্মীর দেহে প্রাণঘাতী করোনা শনাক্ত হয়।
ইত্তেফাক সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর সবাই ঘরে বসেই সংবাদ মাধ্যমের কাজকর্ম করছেন। প্রতিদিন একজন করে রিপোর্টার অফিস করেন। রিপোর্টিং শাখা ছাড়াও অন্যান্য শাখায় সীমিত আকারে লোকবল অফিসে যায়।