ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে সকলকে ঘরে থাকার অনুরোধ করেন নাটোরের জেলা প্রশাসক শাহরিয়াজ পিএএ। স্ট্যাটাস টি নিচে তুলে ধরা হলো।
প্রিয় নাটোরবাসী
আসসালামু আলাইকুম
আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে,বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকারে দেখা দিয়েছে, আমরাও এই ঝুঁকির মধ্যে রয়েছি।
আমরা একান্তভাবে চাই আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন, ঘরে থাকুন এবং সুস্থ থাকুন। করোনার এই মহা দুর্যোগ থেকে রক্ষা পেতে আপনাদের সাময়িক কষ্ট হলেও সকলকে নিজ বাড়িতে অবস্থান করতে হবে। আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে,আপনাদের নিরাপদ রাখার স্বার্থে প্রশাসন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাংলাদেশে সেনাবাহিনী সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আপনারা যদি আইন অমান্য করে জরুরী প্রয়োজন ব্যতিত ঘোরাফেরা করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ৬ মাসের জেল অথবা লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়ানোর জন্য এবং নিরাপদে থাকার জন্য জরুরী প্রয়োজন ছাড়া ঘরে থাকুন।