মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হচ্ছে সোমবার।
সুপ্রিম কোর্টের আইনজীবী নারায়ণগঞ্জের বাসিন্দা তৈমুর আলম খন্দকার এ রিট আবেদন করছেন।
রিট আবেদনে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নিয়মিত গ্যাসলাইন মনিটরিং করার নির্দেশনা চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওই আইনজীবী।
গত ৪ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন ৩৭ জন মুসল্লি। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে তাদের ভর্তি করা হয়।
সেখানে এ পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চিকিৎসাধীন দগ্ধ ১৩ জনের অবস্থাও আশঙ্কাজনক।
রবিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন। তিনি নিহত প্রত্যেক পরিবারের জন্য ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বতঃপ্রণোদিত নির্দেশনা জারির জন্য আবেদন জানান।
তবে আদালত স্বতঃপ্রণোদিত আদেশ না দিয়ে ওই আইনজীবীকে লিখিতভাবে আবেদন (রিট আবেদন) করার পরামর্শ দেন।
ওই আইনজীবী জানান, আগামীকাল (সোমবার) রিট আবেদন করা হবে। এ আবেদন ওই হাইকোর্ট বেঞ্চে (বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ) উপস্থাপন করা হবে।