রফিকুল ইসলাম সুমনঃ
নোয়াখালীর সেনবাগে ৮ নং বীজবাগ ইউনিয়নের পশ্চিম বীজবাগ গ্রামে আয়েশা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।আহত আয়েশা খাতুন ঐ গ্রামের কেরামত আলী ব্যাপারী বাড়ীর প্রতিবন্ধী আনোয়ার হোসেন পলাশের স্ত্রী।
সরেজমিনে গেলে এলাকাবাসী সুত্রে জানা যায়, সম্পত্তি বিরোধের জের ধরে পশ্চিম বীজবাগ কেরামত আলী ব্যাপারী বাড়িতে গৃহবধু আয়েশা বেগমকে কুপিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে, একই বাড়ির আব্দুল ওহাব মানিক,আব্দুল হালিম দুলাল ও মানিকের স্ত্রী গোলশান আরা বেগম।
হামলাকারীরা সম্পর্কে আয়েশা বেগম এর ভাসুর ও জ্যা হয়।ঘটনার বিবরণে আরো জানা যায়,আয়েশা বেগমের স্বামী আনোয়ার হোসেন পলাশ মানসিক প্রতিবন্ধী হওয়ায় ও তার স্বামীর কোন ভাই না থাকায় এ সুযোগে বর্ণিত বিবাদীগণ আয়েশা বেগমের স্বামীর পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি জবরদখল করিতে থাকিলে বিরোধের সৃষ্টি হয়।
একপর্যায়ে তারা আয়েশা বেগম কে বাড়ি থেকে উচ্ছেদের লক্ষ্যে প্রায়ই গালমন্দ করলে স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কে বিষয়টি অবহিত করে আয়েশা বিচার চাইলে তারা বিচার সালিশ অমান্য করে আরও ক্ষিপ্ত হয়ে মারধরের হুমকি দেয়।
গত ৩রা জুন বুধবার ঘটনার দিন বিকেলে মানিক ও তার স্ত্রী গোলশান আরা বেগম সম্পত্তি বিরোধের জের ধরে গালমন্দ করলে আয়েশা বেগম তার প্রতিবাদ করলে বিবাদীগণ পূর্ব শত্রুতার জের ধরে হাতে দা,ছেনি,কিরিচ,ধারালো চোরা,লোহার রড ও বাঁশ নিয়ে ঘরে অনধিকার প্রবেশ করে আয়েশা বেগমের উপর হামলা করে তাকে এলোপাতাড়ি পিটাইতে থাকে।
একপর্যায়ে মানিক তার হাতে থাকা কিরিচ দিয়ে আয়েশা বেগম কে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে।দুলালের হাতে থাকা লোহার রড দিয়ে আয়েশা বেগম কে পিটিয়ে ও গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা চালায় ও পরনের কাপড় চোপড় টেনে হিঁচড়ে অর্ধনগ্ন করে শ্লীলতাহানি করে।মানিকের স্ত্রী গোলশান আরা বেগমের হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে আয়েশা কে পিটিয়ে জখম করে ও তার গলায় থাকা ১২ আনা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা বলে জানা যায়।
তাকে রক্ষা করতে তার স্বামী মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেন পলাশ এগিয়ে এলে মানিকের হাতে থাকা কাঠ দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।একপর্যায়ে বিবাধীগণ তাদের বসতঘরের দরজা,জানালা ও আসবাবপত্র ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে।তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের রক্ষা করে ও সিএনজি যোগে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ব্যাপারে আয়েশা বেগম বাদী হয়ে সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বিচার চাইতে যাওয়ায় আয়েশার পরিবারকে হামলাকারীরা নানা প্রকার ভয়ভীতি প্রদর্শন
ও জীবন নাশের হুমকি দিয়ে আসছে। বর্তমানে ভুক্তভোগীর পরিবার প্রাননাশের আশংকায় দিনাতিপাত করতেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…
সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…
বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো…
পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…
রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…
দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…
Leave a Comment