টেকসই উন্নয়ন এবং দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক স্থিতাবস্থা বজায় রাখতে স্বচ্ছতা ও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে ফােনালাপে এই বিষয়টি তুলে ধরেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট হতে জাস্ট নিউজে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফোনালাপে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কের গুরুত্বের কথা পুর্নব্যক্ত করে মহামারি করোনাভাইরাস মোকাবেলায় দ্বিপাক্ষিক সহায়তা নিয়ে কথা-বার্তা হয়। মহামারির মোকাবেলায় এখন পর্যন্ত বাংলাদেশকে ৪৩ মিলিয়ন ডলারের বেশি সহায়তা প্রদান করেছে দেশটি।
দ্বিপাক্ষিক ফোনালাপে উঠে আসে রোহিঙ্গা সংকটের বিষয়টিও। শরাণার্থীদের আশ্রয় দেয়া বাংলাদেশের প্রশংসা করে যুক্তরাষ্ট্র তরফে, রােহিঙ্গাদের নিজ দেশে স্বেচ্ছায়, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপর জোর দেয়া হয়। রোহিঙ্গা শরনার্থীদের জন্য এ পর্যন্ত ৮২০ মিলিয়ন ডলার মানবিক সাহায্য দিয়েছে যুক্তরাষ্ট্র।