সাম্প্রতিক শিরোনাম

পাবনার একমাত্র যু’দ্ধাহত নারী মুক্তিযোদ্ধার অর্থাভাবে সুচিকিৎসা বন্ধ

নারী হয়েও দেশ মাতৃকার স্বাধীকার আ’ন্দোলনে জীবন বা’জি রেখে মু’ক্তিযুদ্ধে ঝাঁ’পিয়ে পড়েছিলেন পাবনার সাঁথিয়া উপজেলার ভানু নেছা (৮০)। কিন্তু ভাল নেই স্বাধীনতা যু’দ্ধের বীর সেনানী তালিকাভুক্ত এই নারী মু’ক্তিযোদ্ধা। দীর্ঘদিন হলো তিনি প্যা’রালাইসিসে আ’ক্রান্ত। চলাফেরা করতে পারেন না। এর মধ্যে ছয় মাস আগে স্ট্রোকে আ’ক্রান্ত হয়ে গু’রুতর অ’সুস্থ হয়ে পড়েছেন তিনি।
বর্তমানে নিজ বাড়িতে ভা’ঙ্গা কুঁড়ে ঘরে মৃ’ত্যুর প্রহর গুনছেন। অর্থাভাবে মায়ের সুচিকিৎসা করাতে পারছেননা ভানু নেছার দরিদ্র সন্তানরা। স্থানীয় মু’ক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালে মহান মু’ক্তিযুদ্ধে পাবনার সাঁথিয়া উপজেলায় বিভিন্ন সম্মুখযু’দ্ধে অংশ নেন নারী মু’ক্তিযোদ্ধা ভানু নেছা।
সে সময় জীবনের ঝুঁ’কি নিয়ে গো’লা-বা’রুদ মাথায় করে মুক্তিযোদ্ধাদের বা’ঙ্কারে বা’ঙ্কারে পৌঁছে দিতেন তিনি। একবার তিনি গু’লিতে আ’হতও হয়েছিলেন। যার ফল স্বরুপ তিনি মু’ক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন এবং নিয়মিত ভাতা প্রাপ্ত পান। কিন্ত এখন জীবনের এই শেষ সময়ে এসে গু’রুতর অ’সুস্থ হয়ে পড়েছেন তিনি। এখন আর কেউ তাঁর খবর নেয়না। পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের তেথুঁলিয়া গ্রামের বাসিন্দা ভানু নেছার স্বামী আব্দুল প্রামাণিক মা’রা যান কয়েক বছর আগে।
ভানু নেছার দুই ছেলে দিনমজুরের কাজ করেন। মায়ের সরকারি ভাতা এবং নিজেদের সামান্য আয় দিয়ে কোনমতে চলে তাদের সংসার। তাই অর্থাভাবে মায়ের সুচিকিৎসা করতে পারছেননা ভানু নেছর দরিদ্র ছেলেরা। ভানু নেছার দুই ছেলে ইউনুস আলী ও শহিদুল ইসলাম জানান, তার মা বিছানা থেকে উঠতে পারেন না। তাকে কোলে করে এক স্থান থেকে অন্য স্থানে নিতে হয়। ইশারায়, আকার-ইঙ্গিতে কথা বলেন। তার শরীর খুব দূর্বল। তিনি দীর্ঘদিন ধরে প্যা’রালাইসিস হয়ে পড়ে আছেন। ছয় মাস হলো ঠিকমতো খেতে পারেন না। তার উন্নত চিকিৎসা দরকার।
কিন্তু চিকিৎসা করানোর টাকা তাদের নেই। সাঁথিয়া উপজেলার মু’ক্তিযোদ্ধা সংসদের সাবেক ক’মান্ডার আব্দুল লতিফ জানান, একাত্তরে নন্দনপুরে যখন পাক বাহিনীর সাথে যু’দ্ধ শুরু হয়, তখন আমরা বা’ঙ্কারে ছিলাম। ঠিক ওই সময় এই ভানু নেছা আমাদের অনেকভাবে সহযোগিতা করেছিল। আমাদের গো’লাবা’রুদ ফুরিয়ে গেলে আমি তাকে চিঠি লিখে সাঁথিয়া থানায় গিয়ে গো’লাবা’রুদ আনতে বলেছিলাম। তখন সে মাজায় কাপড় বেঁধে থানা থেকে গো’লাবা’রুদ নিয়ে আমাদের দিয়েছিল। নন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন স্বাধীনতার স্বপক্ষের বর্তমান সরকারকে ভানু নেছার চিকিৎসায় ব্যবস্থা গ্রহণের সুদৃষ্টি কামনা করছি।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ জানান, আমি ইতিমধ্যে তার খোঁজখবর নিয়েছি। তার বাড়িতে গিয়ে তাকে দেখেছি। মুলত তিনি বয়সের ভারে ন্যুজ্ব হয়ে পড়েছেন। তারপরও প্রয়োজন হলে উপজেলা প্রশাসনের তরফ থেকে অবশ্যই তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। তাৎক্ষনিকভাবে পরিবারকে নগদ কিছু অর্থ সহায়তা দেয়া হয়েছে।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...