পাবনা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে যাওয়া রোগী মোস্তাক আল মামুনকে (২৫) আটক করা হয়েছে।
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার (০৯ এপ্রিল) তাকে আটক করে থানা পুলিশ।
তার শরীরে করোনাভাইরাস আক্রান্তের উপসর্গ নেই বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। তবুও পরিবারের সকলকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ বলেন, ‘পাবনা থেকে পালানো রোগী সম্পর্কে তথ্য পেয়ে আমরা অনুসন্ধান শুরু করি। মোস্তাক আল মামুনের বাড়ি দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার মাধবপাড়া গ্রামে।
তার পিতার নাম আনিছুর রহমান। মামুনের বাড়ি ফেরার সংবাদ নিশ্চিত হয়ে পুলিশ টিম সেখানে উপস্থিত হয়। পরে সংশ্লিস্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।’
গত ৫ এপ্রিল জ্বর, সর্দি-কাশি ও মাথা ব্যাথা নিয়ে মামুন পাবনা বেড়া উপজেলার দিঘলকান্দি গ্রামে শ্বশুর বাড়িতে যান।
গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন।
করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়।
এরপর বুধবার বিকেলে সেবাকর্মীরা দেখতে পান মামুন ওয়ার্ডে নেই। রোগী পালিয়ে গেছেন তা নিশ্চিত হয়ে সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় জিডি করে।