সাম্প্রতিক শিরোনাম

পাবনা শহরের বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে

পাবনা পৌরসভা নির্বাচন ঘিরে হঠাৎ করে থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রচার-প্রচারণার শেষ দিন বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুই প্রার্থীর পাল্টাপাল্টা শোডাউন চলে। সন্ধ্যার পরই শহরের বিভিন্ন ওয়ার্ডে দুই মেয়র প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া খবর পাওয়া গেছে।
ইতোমধ্যে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনও নিহতের খবর পাওয়া যায়নি। হাসপাতাল রোডের প্রধানের নির্বাচনী কার্যলয় ভাংচুর করা হয়েছে।

এর আগে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলী মুতর্জা সনি বিশ্বাস ও দলের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) শরিফ উদ্দিন প্রধান নির্বাচনী পথসভা ও শোডাউন করে। পাল্টাপাল্টি মিছিল-মিটিংয়ে দুপুর থেকেই গরম হয়ে উঠে পাবনা শহর।

শোডাউন শেষে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের ছেলে শেখ ফাহিম ও স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুসহ দলের নেতারা।

এর আগে দুপুরে শহরে বড় ধরনের শোডাউন করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) নারিকেল গাছ প্রতিকের প্রার্থী শরিফ উদ্দিন প্রধান। দুপুর ১২টার বিশাল মিছিল সহকারে আব্দুল হামিদ রোডে প্রবেশ করেন শরিফ উদ্দিন প্রধান। কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বানাবাণী হলের সামনে তার নির্বাচনী প্রধান কার্যালয়ের সামনে পথসভার মাধ্যমে শেষ হয়।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...