সাম্প্রতিক শিরোনাম

পুলিশ সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিভিন্ন কারনে ক্ষোভ প্রকাশ বাহিনীর কর্মকর্তাদের

পুলিশ সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পদোন্নতি না হওয়া, মামলার জট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাহিনীর কর্মকর্তারা।
মঙ্গলবার মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীনের সঙ্গে বৈঠক করেন পুলিশ কর্মকর্তারা।
সভায় উচ্চ পর্যায়ের ১৯ পুলিশ কর্মকর্তা বাহিনীর নানা বিষয়ে কথা বলেন এবং সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ দাবি করেন।
র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, “বছরের পর বছর মামলা ঝুলে থাকে। পুলিশের পক্ষ থেকে যথাসময়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হলেও মামলা ঝুলে থাকায় জনমনে অসন্তুষ্টি দেখা দিয়েছে, যা পুলিশের উপরেই এসে বর্তায়।”
ঝুলে থাকা ৩৫ লাখ মামলা দ্রুত নিষ্পত্তিতে আইন মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের উপর জোর দেন তিনি।
বেনজীর বলেন, “মামলার আলামত ও জব্দ তালিকা কোথায় রাখব? নিম্ন আদালতে তো কোর্ট সাব ইন্সপেক্টরের তো কোনো কার্যালয়ই নাই। তাহলে কোথায় রাখবে সিডি, ডকেট, জব্দ তালিকা ও আলামত।
“অথচ এসবের উপরে অনেকের জীবন-মৃত্যু নির্ভর করে। কিছু মিসিং হলে দায় কি তবে পুলিশের? এসবের সমাধান হওয়া জরুরি।”
তিনি বলেন, বাংলাদেশে ‘ন্যাশনাল শক অ্যাবজরভার’ হিসেবে যত দোষ পুলিশের উপরে চাপিয়ে দেওয়া হয়।
পুলিশের গাড়ির অপ্রতুলতার বিষয়টি তুলে বেনজীর বলেন, “অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছে অপারেশনাল ফোর্স। অথচ তার কোনো গাড়ি নাই। তাহলে সে ডিউটি কীভাবে করবে?”
আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, “পদোন্নতির ক্ষেত্রে যতে দিন যাচ্ছে তত পিছিয়ে যাচ্ছে। আগে ২৪ বছরে অ্যাডিশনাল আইজিপি হত, আমি কিন্তু ২১ বছরে অ্যাডিশনাল আইজিপি হয়েছি। কিন্তু এখন ৩০ বছরেও হতে পারে না।
“আমাদের সামনে এখন কী অবস্থাটা দাঁড়াচ্ছে। ৬০০ জন এসপি হয়ে গেছে। এর মধ্যে অ্যাডিশনাল ডিআইজি হবে মাত্র ১০৭ জন। বাকিরা কেউ হতে পারবে না। তারপরে ডিআইজি ৬৭ জন। অর্ধেকও ডিআইজি হতে পারবে না। অ্যাডিশনাল আইজি হচ্ছে ১৭ জন।
“তাহলে উপরে অবস্থাটা এমন দাঁড়িয়েছে, যদি এ থেকে উত্তরণ ঘটানো না যায়, তাহলে যে ব্যাচগুলো আসছে তারা তো এসপিই হতে পারবে না।”
গাড়ির বিষয়ে তিনি বলেন, “এখন যে গাড়ি দেওয়া হচ্ছে, তা অপারেশনাল গাড়ি নয়। এখানে একজনের বেশি বসার অবস্থা থাকে না।”
সচিব মোস্তাফা কামাল উদ্দীন পুলিশের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে একমত পোষণ করে বলেন, “পুলিশের সুবিধা বাড়ানো মানে গণতন্ত্রের সুবিধা। আর সব দোষ কেন পুলিশের হবে?”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনাদের দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। তিনি রিভিউ কমিটি যুগোপযোগী করার নির্দেশনা দিয়েছেন। আমরা মামলার জট নিয়ে আইন মন্ত্রণালয়ের সাথে আলাপ করবো। নতুন কিছু যোগ করা যায় কি না দেখা হবে।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...