সাম্প্রতিক শিরোনাম

বংশালে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে পুলিশ

বংশাল থানা এলাকায় অসহায় মানুষ ও মধ্যবিত্ত পরিবার কর্মহীন হয়ে পড়ায় তাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বংশাল থানা পুলিশ।

বুধবার (২০মে) বংশাল থানা এলাকায় এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বংশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ নূর আলম মিয়া ডিএমপি নিউজকে বলেন, তিনি ও তার সঙ্গে ফাঁড়িতে কর্মরত অন্যান্য অফিসার এবং ফোর্সদের রেশন, বোনাস ও যাকাতের টাকা দিয়ে এ উপহার সামগ্রী বিতরণ করেছেন।

তিনি জানান, বংশাল থানা এলাকায় ২০০ মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পোলার চাউল, আটা, সেমাই, তেল, পেয়াজ ও চিনি ছাড়াও নিত্যপ্রয়োজনীয় জিনিস বিতরণ করা হয়।

চকবাজার জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কুদরত-ই-খুদা ডিএমপি নিউজকে বলেন, বংশাল থানা এলাকার কর্মহীন মধ্যবিত্ত পরিবার যারা প্রকাশ্যে কারো কাছে হাত পেতে সাহায্য নিতে পারেন না। তারা বিভিন্ন সময়ে মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে খাবারের সাহায্য চেয়েছেন। তাদের তালিকা তৈরি করে, বংশাল এলাকায় যে সকল বাড়ি লকডাউন বা আইসোলেশনে আছে এবং থানা এলাকার ১৫টি জামে মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদেরকে এ ঈদ উপহার সামগ্রী বাসায় বাসায় ও মসজিদে মসজিদে গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও কিছু সংখ্যক ঈদ উপহার সামগ্রী বংশাল পুলিশ ফাঁড়ির সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ করা হয়।

চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ হোসেন বলেন, বংশাল থানা পুলিশের এমন কার্যক্রম বাংলাদেশ পুলিশ বাহিনীর উজ্জল ভূমিকা স্থাপন করেছে।

বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন ফকির বিপিএম ডিএমপি নিউজকে জানান, ইতিপূর্বে এই কর্মকর্তা স্কুল ও কলেজে মাস্ক বিতারণ এবং ফুটপাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...