‘বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) ও কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটি (জিআইএফএস) টেকসই নিরাপদ খাবারের উন্নয়নে সহায়তার জন্য গবেষণা, প্রশিক্ষণ ও বিকাশের অংশীদারিত্বের কাজ করতে সম্মত হয়েছে।
‘এরই ধারাবাহিকতায় কানাডা এবং বাংলাদেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা চুক্তিতে (এমওইউ) স্বাক্ষর করেন বিএআরসি নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার এবং কানাডার জিআইএফএসের চীফ অপারেটিং অফিসার স্টিভ ভিসার।
‘কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক ও সফররত কানাডার সাসকাচোয়ান সরকারের কৃষিমন্ত্রী ডেভিড মারিট চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন। এমওইউ চুক্তিতে জানা গেছে, কানাডার জিআইএফএস এবং বিএআরসিতে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করবে। সেইসঙ্গে দেশে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু-পিয়ারে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র স্থাপন করা হবে।