কিছুদিন আগে একটি ভাল খবর এসেছিল। রানা প্লাজা ট্রাজেডির পর আমাদের জিএসপি বাতিল হল। সেই সাথে এই দেশ থেকে বিদায় হয়েছিল পশ্চিমা অনেক গুলি দামি ব্রান্ড।
কিন্তু সম্প্রতি বেশ কিছু ব্রান্ড আবার বাংলাদেশে প্রত্যাবর্তন করছে। এর মধ্যে রালফ লরেন অন্যতম। সনোফির এদেশ ত্যাগ করা নিয়ে যেই কাণাঘুষা চলছে সেটাও হয়ত হচ্ছে না। সরকারকে তারা আরো বেশি শেয়ার কিনে নেয়ার অনুরোধ করেছে। সরকারো হয়ত সেটা করবে। সব থেকে খারাপ সংবাদটি হচ্ছে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে বিদেশি ভাল কোন কোম্পানির পার্টনার পাওয় যাচ্ছে না। মরার উপর খাড়ার ঘা হিসাবে দক্ষিণ কোরিয়ার পেসকো এবং অস্ট্রেলিয়ান সানতোস কোম্পানি এদেশ ছেড়ে চলে যাচ্ছে। তবে এটা নিয়ে অন্য পোস্টে আলোচনা করব। যদি সুযোগ হয়।
Bangladesh Investment Development Authority (BIDA) এর কাছে জমা পড়া বিনিয়োগ প্রস্তাব গত বছর থেকে তিনগুন বেশি হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিনিয়োগ প্রস্তাব বৃদ্ধির হার ৩০৯%।
জুলাই থে সেপ্টেম্বর ২০১৯ এই অল্প সময়ে মোট ২৪৯ টি বিনিয়োগ প্রস্তাব জমা পড়েছে যা টাকার অংকে ৫০,১১৬.৯৯৩ কোটি টাকা। গত বছর এই সময়ে বিনিয়োগ প্রস্তাব ছিল মাত্র ১২,২৩৮.৮৫২ কোটি টাকা।
তবে এই বিনিয়োগ প্রস্তাবের ভেতর দেশীয় প্রতিষ্ঠানগুলির বিনিয়োগ ই বেশি। ২৪৯ টি প্রস্তাবের ভেতর ২০৫ টি দেশীয় প্রতিষ্ঠানগুলির যার মোট বিনিয়োগ মুল্য ৩২,৭১৬ কোটি টাকা।
বাকি প্রস্তাবগুলির ভেতর ২০ টি বিদেশি এবং ২৪ টি জয়েন্ট ভেনচার। মোট প্রস্তাবিত বিনিয়োগ ১৭,৪০০ কোটি টাকা।
এই বিনিয়োগের সব থেকে বেশি এসেছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যা প্রায় ৪০.৮৯%। সেবা খাতে ৩৯.৯২%। কেমিকেল ইন্ডাট্রি তে ৭.১৬% এবং অন্যান্য ৪.৬৪%। এই বিনিয়োগ প্রস্তাব যদি বাস্তবায়িত হয় তব্র ৫৩,০৭১ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে।