সুত্রমতে বাংলাদেশ ইউএস এর কাছে আজ বেশ কিছু মিলিটারি ইক্যুইপমেন্ট ক্রয়ের প্রস্তাব দিয়েছে। ইউএসএর কাছ থেকেও মিলেছে গ্রীন সিগন্যাল।ইতোমধ্যেই মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন ইউএসএ বাংলাদেশের কাছে মিলিটারি ইক্যুইপমেন্ট সরবরাহ করতে সম্পুর্ন প্রস্তুত রয়েছে,এবং এব্যাপারে দু পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে ইক্যুইপমেন্ট গুলো সরবরাহ করার আগে বাংলাদেশের সাথে মিলাটারি টেকনোলজি সরবরাহের ব্যাপারে ২টি চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র। বর্তমানে চুক্তির রুপরেখা প্রণয়নের কাজ চলছে। আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তিটি বিস্তারিত প্রকাশ পাবে।
ইউএসএ বাংলাদেশকে বিভিন্নধরণের সামরিক সরন্জাম সরবরাহের প্রাথমিক লিস্ট হিসেবে ফাইটার এয়ারক্রাফট, এট্যাক হেলিকপ্টার এবং মিসাইল সরবরাহ করতে আগ্রহ প্রকাশ করেছে। ইক্যুিপমেন্টগুলো হলঃ-
১. যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে ১৬ টি F-16 BLOCK 60 যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিয়েছে।
২. মেরিটাইম স্ট্রাইকের জন্য ১২ টি F-18C/D যুদ্ধবিমান ক্রয়ের প্রস্তাব দিয়েছে।
৩. ২৪ টি ১৫৫ মি.মি.M-777 হাউইটজার ক্রয়ের প্রস্তাব পেয়েছে বাংলাদেশ
৪. ২ টি C-130H বিক্রি করতে যুক্তরাষ্ট্র আগ্রহ প্রকাশ করেছে
৫. আরও ১ টি হ্যামিল্টন ক্লাস কাটার বিক্রি করতে আগ্রহ প্রকাশ করেছে
৬. NODA মনিটরিং সিস্টেম
৭. বেল-২১২ এর রিপ্লেস মেন্টের জন্য BLACKHAWK হেলিকপ্টার বিক্রয় এর আগ্রহ প্রকাশ
৮. অ্যাটাক হেলিকপ্টার বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশকে
৯. মিসাইল (নাম:অজানা)।