বাংলাদেশ নৌবাহিনী এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ ও মহড়া Cooperation Afloat Readiness and Training (CARAT)-2019 আজ থেকে শুরু হয়েছে।
এবছর আমাদের সাথে এই মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ওয়েস্টার্ন প্যাসিফিক কমান্ড, লজিস্টিক গ্রুপ (টাস্ক ফোর্স-৭৩),সাথে আছেন Rear Admiral Murray Tynch।যুক্তরাষ্ট্রের পক্ষ হতে প্যাসিফিক ফ্লিটের একটি P8-A বিমানও অংশ নিচ্ছে। এবং বাংলাদেশের পক্ষ হতে নৌ কমান্ডো SWADS এবং নেভাল এভিয়েশন অংশ নিচ্ছে।
মহড়াটি মূলতঃ দুটি পর্বে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বে ০২ হতে ০৩ নভেম্বর ২০১৯ পর্যন্ত প্রাক-প্রশিক্ষণ মহড়ার আওতায় বিভিন্ন প্রস্তুতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বে ০৪ হতে ০৭ নভেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত বিভিন্ন বিষয় ভিত্তিক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হবে।এ মহড়ার মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সু-সম্পর্ক আরও উন্নত করা। পাশাপাশি দুই দেশের নৌবাহিনীর অপারেশনাল কর্মকান্ড সম্পর্কে সম্যক ধারণা অর্জন, নিজেদের সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তির সাথে পরিচিতি লাভ করা, যা বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে সম্পন্ন করা হবে। মহড়াটি কমান্ডার বিএন ফ্লিট এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে।