ফেসবুকের ভেরিফায়েড পেইজে এক স্ট্যাটাসে টাকা পাওয়ার খবর নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার। আদালতের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি-কে এক হাজার কোটি টাকা দিয়েছে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।
টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার ওনার স্ট্যাটালে লেখেন “সুখবরটা পেলামই। গ্রামীন ফোন ১ হাজার কোটি টাকা প্রদান করেছে।”
এর আগে এক বিবৃতে গ্রামীণফোন জানায়, রবিবার তারা আদালতের নির্দেশনা মেনে বিটিআরসি-কে এক হাজার কোটি টাকা দেবে তারা। এসব পদক্ষেপের মধ্যে আছে অনাপত্তিপত্র না দেয়া, লাইসেন্স বাতিলের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ, নম্বর সিরিজ রিসাইকেল করার অনুমোদন না দেয়া এবং প্রতিষ্ঠানটিতে একজন প্রশাসক নিয়োগেরও হুমকী দেয়া।
টেলিযোগাযোগ কর্তৃপক্ষ বিটিআরসির দাবি, গ্রামীনফোন এবং রবি, এই দুইটি টেলিকম কোম্পানির কাছে ২০ বছরে সাড়ে ১৩ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে সংস্থাটির।