করোনা সংকটকালে সামনের সারি থেকে সাধারণ মানুষের সেবায় কাজ করে যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন। অসহায় মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে ছুঁটে চলা প্রতিষ্ঠানটির একটি পিকআপ রাস্তার পাশে অবস্থানকালে চুরি হয়ে যায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৯ জুন) ভোর রাত ৪ টার দিকে মিরপুর-১৪ এলাকায়। চুরি যাওয়া ঘটনাটি গাড়ির চালক কাফরূল থানা পুলিশকে জানালে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি যাওয়া পিকআপ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের চুরি যাওয়া পিকআপ উদ্ধার সম্পর্কে জানতে চাইলে উপ-পুলিশ কমিশনার (মিরপুর) মোস্তাক আহম্মেদ ডিএমপি নিউজকে বলেন, করোনা উপলক্ষে বিদ্যানন্দ ফাউন্ডেশন ঢাকা শহরের বিভিন্ন স্থানে ত্রাণের কাজ পরিচালনা করছে। ত্রাণ বিতরণ শেষে ৯ জুন ২০২০ তারিখ ভোর আনুমানিক ৪ টার দিকে সংস্থাটির একটি পিক-আপ কাফরুল থানাধীন মিরপুর-১৪, মেট্রো শপিং কমপ্লেক্স এর বিপরীতে পাকা রাস্তার উপর গাড়ীটি পার্কিং করে গাড়ির চালক। হাত মখ ধোয়ার জন্য পার্শ্ববর্তী জসিমের হোটেলে যায় গাড়ীর চালক জাহিদ ও মমিন । হাতমুখ ধোয়া শেষে আনুমানিক ২৫ মিনিট পর তারা এসে দেখেন তাদের পিক-আপটি নেই। পিকআপটি না দেখে আমাকে (ডিসি মিরপুর) জানালে দ্রুত কাফরুল থানায় রিপোর্ট করার জন্য বলি। সেই সাথে বিদ্যানন্দের মতো মানবিক প্রতিষ্ঠানের চুরি যাওয়া ত্রাণের গাড়ীটি যতো দ্রুত সম্ভব উদ্ধারের জন্য জোনের এডিসি,এসি ও ওসিকে নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে কাফরূল থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিমুজ্জামান ডিএমপি নিউজকে বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের পিকআপ চুরি যাওয়ার বিষয়টি থানায় জানালে ডিসি মিরপুর স্যারের নির্দেশে পিকআপ উদ্ধারে একটি টিম গঠন করা হয়। পুলিশের টিম থানা এলাকার সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিতে থাকে। ইতোমধ্যে ড্রাইভার মমিন এর মোবাইল নম্বরে অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে জানায় যে, পল্লবী থানার কালশী রোডস্থ একজনের সাথে যোগাযোগ করলে গাড়ীটির সন্ধান পাওয়া যাবে। এমন তথ্যের ভিত্তিতে কাফরুল থানার টিম ছদ্মবেশ ধারণ করে মমিনকে নিয়ে গাড়ীটি উদ্ধারে কালশী এলাকায় যায়।
ওসি কাফরূল আরো বলেন, অজ্ঞাতনামা ব্যক্তির নম্বরের সূত্র ধরে প্রথমে কালশী- পল্লবী, পরে ২২ তলা গার্মেন্টস এলাকা , মিরপুর-১২নংস্থ মুসলিম বাজার, সিরামিক গেইট ও লালমাটিয়া এলাকা অভিযান শেষে একপর্যায়ে মিরপুর-১২ নং এলাকায় গিয়ে জানতে পারে সুমন খান নামে একজনের কাছে গেলে পিকআপটি’র সন্ধান পাওয়া যাবে। পরবর্তী সময়ে কাফরুল থানার টিম সুমনকে গ্রেফতার করে। সুমন জানায় অজ্ঞাতনামা চোরকে সে চেনে। গাড়ীটি কিনতে চোরকে ৫০ হাজার টাকার প্রস্তাব দিলে গাড়ীটি উদ্ধার হবে। অতপর পুলিশের শিখানো মতে সুমন চোর চক্রের কাউকে ফোন করে ৫০ হাজার টাকা পেয়েছি বলে জানিয়ে গাড়ীটি দিয়ে দেওয়ার জন্য বলে। ফোন কলের কিছুক্ষন পর ড্রাইভার মমিন এর ফোনে এক অজ্ঞাতনামা ব্যক্তি ফোন দিয়া জানায় যে, গাড়ীটি নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মদিনা মসজিদ এর বিপরীত পার্শ্বে পাকা রাস্তার উপর আছে।
এমন তথ্যের ভিত্তিতে গ্রেফতারকৃত সুমনকে নিয়ে তার দেখানো মতে নারায়নগঞ্জ জেলার উক্তর স্থানে গিয়ে পরিত্যক্ত অবস্থায় চুরি যাওয়া বিদ্যানন্দ ফাউন্ডেশনের পিকআপটি উদ্ধার করা হয়।
ওসি কাফরূল ডিএমপি নিউজকে আরো বলেন, ধৃত সুমনকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অজ্ঞাতনামা মোবাইল নম্বরধারী ব্যক্তির নাম পাওয়া যায়। সে ইতোপূর্বে অনেকগুলো গাড়ী চুরি করে সুমনের মাধ্যমে টাকার বিনিময়ে ছেড়ে দেয়। অজ্ঞাতনামা সকল ব্যক্তিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। উক্ত ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…
সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…
বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো…
পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…
রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…
দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…
Leave a Comment