সাম্প্রতিক শিরোনাম

বিদ্রোহী প্রার্থী নিয়ে চট্টগ্রামে যে সমস্যা আছে, এটির সমাধান হয়ে যাবে- ওবায়দুল কাদের

চট্টগ্রামে সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী বড় কোনও সমস্যা নয় এসব কোন ব্যাপারই নয় বলে গণমাধ্যমে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বিদ্রোহী প্রার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, “ঢাকা সিটি করপোরেশন নির্বাচনেও অনেক বিদ্রোহী প্রার্থী ছিল। কিন্তু শেষ পর্যন্ত ১৫ জনে নেমে গিয়েছিল। ১৫ জনের সবাই কিন্তু জয়লাভ করেছে। তাই এটা নিয়ে উদ্বেগের কোনও কারণ দেখি না। বিদ্রোহী প্রার্থী নিয়ে এখানে যে সমস্যা আছে, এটির সমাধান হয়ে যাবে।”
আজ ৮ মার্চ রবিবার দুপুরে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে। নগরীর ৪১ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২২০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। পরে বাতিল হয়েছে ৯ জনের। তিনটি ওয়ার্ড ছাড়া বাকি প্রতিটি ওয়ার্ডেই আওয়ামী লীগের দুই-তিন জন করে বিদ্রোহী প্রার্থী আছেন। ১৪টি সংরক্ষিত ওয়ার্ডের প্রতিটিতে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিদ্রোহী প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলরদের মধ্যে এবার ১৯ জন দলের সমর্থন পাননি। তাদের মধ্যে ১৮ জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে ওবায়দুল কাদেরকে নিয়ে চট্টগ্রামের জ্যেষ্ঠ কয়েকজন নেতা সার্কিট হাউজে যান। সেখানে নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। দুপুর পৌনে ২টা পর্যন্ত চলে বৈঠক। এরপর বেরিয়ে যান নেতারা।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...