বিশ্বজয়ী যুব ক্রিকেট দলকে হজরত শাহজালাল বিমানবন্দরে বরণ করে দেয় বাংলাদেশ

বিশ্বজয়ী যুব ক্রিকেট দলকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বরণ করে নিয়েছে বাংলাদেশ।

বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করে টাইগার যুবাদের বহনকারী বিমান। বিমান বন্দরে টাইগারদের দেখতে ভিড় করে টাইগার ভক্তরা। সেখান থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যায় বিশ্বজয়ীরা। তাদের বরণ করতে নতুন করে সাজে  ‘হোম অব ক্রিকেট’।

লাল-সবুজে সাজানো একটি বাস দিয়ে শের-ই-বাংলা স্টেডিয়ামে যায় ক্রিকেটাররা। সরকারের পক্ষ থেকেও গণসংবর্ধনা দেয়া হবে যুব টাইগার্সদের।