দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিস্তারের কারণে কর্মহীন হয়ে পড়েছে বেদে সম্প্রদায়ের ভাসমান মানুষগুলো।
তারা এক জায়গায় অস্থায়ীভাবে বাসা করে কয়েকদিন থাকেন। এরপর আবার অন্যত্র চলে যান।
কিন্তু চলমান লকডাউনের প্রভাবে তারা এক জায়গায় আটকে পড়েছেন। ফলে ভাটা পড়েছে আয়-রোজগারে। এমন সংকটময় কালে অসহায় এ মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ।
পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে জেলার লোহালিয়া নদীর তীরে গড়ে ওঠা অস্থায়ী বেদে পল্লীতে সহায়তা সামগ্রী প্রদান করা হয়েছে।
এ সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, ভোজ্য তেল, বিভিন্ন ধরনের মসলা এবং সাবান।
অনেকটা অপ্রত্যাশিতভাবে পুলিশের এমন সহায়তা পেয়ে বেদে সম্প্রদায়ের ভাসমান এ মানুষগুলো আবেগ-আপ্লুত হয়ে পড়েন।
এমন দুর্যোগের দিনে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তারা বাংলাদেশ পুলিশকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।