নাজিবুল্লাহ
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা বাজারের এক পল্লী চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার দুপুরে তার এ রিপোর্ট পজেটিভ আসে বলে জানান ভোলা সিভিল সার্জন। ভোলা ২নং ইলিশা ইউনিয়নের নারায়ণ চন্দ্র সেনের পুত্র রাজিব চন্দ্র সেন (৩২)। তিনি একজন পল্লী চিকিৎসক। এ চিকিৎসক থেকে কতজনে করোনা ভাইরাস ছড়িয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে ভোলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫ জনে। এ প্রেক্ষিতে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, সদর থানা ওসি মু. এনায়েত, ইলিশা পুলিশ ফাড়ির ইনচার্জ রতন চন্দ্র শীল সরেজমিনে গিয়ে তার বাড়ি লকডাউন করে দেন।
ভোলার সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করে বলেন, ইলিশা বাজারের এক পল্লী চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। তার নাম রাজিব চন্দ্র সেন (৩২)। আজ তার রিপোর্ট পজেটিভ এসেছে।















