আবারও মসজিদের মাইক ব্যবহার করে গুজব ছড়ানো হল বরিশালের বাকেরগঞ্জসহ প্রায় সমগ্র দক্ষিনবঙ্গে। গাতরাতের দ্বিপ্রহরের পর থেকেই সারা দক্ষিন বাংলায় মসজিদের মাইকে একে একে ঘোষণা আসতে লাগল ‘তিনটি থানকুনি পাতা খেলে করোনায় ধরবে না’।
মুহূর্তে এই গুজব ছড়িয়ে পড়ল গ্রামে-গঞ্জে, হাট-বাজারে। মানুষ মধ্য রাতে হন্যে হয়ে খুঁজতে লাগল থানকুনি পাতা। যে যেখান তেকে পেড়েছে থানকুনি পাতা খেয়ে নিজেকে করোনামুক্ত করেছে!
মাইকে ঘোষণা করা হল, জৈনপুরী হুজুর স্বপ্নে দেখেছেন, যে ব্যক্তি তিনটি থানকুনি পাতা খেয়ে দুই রাকাত নফল নামাজ পড়বে সেই ব্যক্তিকে করোনা ভাইরাসে ছুঁতে পারবে না।
তবে এ ব্যাপারে এলাকায় অবস্থান করা জৈনপুরী হুজুর আবু মুসা আল আশ’আরীর সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন এবং বলেন তিনি এরকম কোন স্বপ্ন দেখেননি এবং এরকম কথা কারো সাথে বললেননি।