মোঃ ওয়াশিম রাজু, নওগাঁ: নওগাঁ মান্দায় গত রবিবার ও সোমবারের সংক্ষিপ্ত আম্পানের প্রভাবে ঝড়ের কারণে মান্দা, নিয়ামতপুর কয়েকটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবার কে সরকারী সহযোগীতার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছামাদ বেগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মান্দা উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মির্জা মাহবুব বেগ বাচ্চু মান্দা থানার অভ্যন্তরে ৪০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতারন করেন।
করোনা ভাইরাসের জন্য অসয়হায় ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে মান্দার ১৪টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এান বিতারন করে এরমধ্য সাধারন মানুষের সেবার বিশ্বাস সৃষ্টি করেছে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছামাদ বেগ ফাউন্ডেশন। তার ধারাবাহিক হিসাবে আম্পানের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সামর্থ্যানুযায়ী সহযোগীতা করেন গতকাল বৈকালে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মির্জা মাহবুব বেগ বাচ্চু জানান,”সেবাই পরম ধর্ম “মানুষের সেবার জন্য মরহুম পিতার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন দ্বারা মানুষের সাধ্যমত সেবা করাই আমার কাজ।এমনি ভাবে সারাজীবন সেবা যেন করতে পারি তার জন্য দোয়া চাই মান্দা বাসীর কাছে। সমাজের মানুষগুলোর কষ্ট যেন আমার মনকে নাড়া দেই তাই যখনি কোন বিপদ দেখি সামর্থ্যনুযায়ী সহযোগীতা করি।
আল্লাহ যেন সুযোগ দেন মৃত্যুর আগ পর্যন্ত এমন সেবা অব্যাহত রাখতে পারি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গনেশপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন, মন্ডল আবুবক্কর, উত্তরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা বিপুল, বিমান প্রমুখ