মেঘালয় রাজধানী শিলং থেকে ২০০ কিঃ মিঃ দূরে ওয়েস্ট জায়ন্তিয়া হিলস্ জেলার চারটি গ্রাম যাতায়ত ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের চরম ভোগান্তিতে আছে।
শুধু ভোট ব্যাংক এর জন্য এই গ্রামের পাঁচ হাজার মানুষকে ব্যবহার করলেও সরকার থেকে কোনো সাহায্য পান না গ্রামবাসী। এমনকি অনেকসময় মেডিকেল প্রয়োজনে বর্ডার টপকে বাংলাদেশ আসতে হয়েছিল অনেকের।
সরকারের অনীহায় অবশেষে গ্রামবাসীর সকলের ঐক্যমতে ভারত সরকারকে জানানো হয় রাস্তা নির্মান ও অন্যান্য প্রয়োজন মিটাতে অন্যতায় চারটি গ্রামসহ পাঁচহাজার জনসংখ্যা যেনো বাংলাদেশের হাতে তুলে দেয়। এছাড়া গ্রামবাসী বাংলাদেশ সরকারের কাছেও চিঠি পাঠাবে যাতে বাংলাদেশ সরকার এই বিষয়ে তাদের দিকে নজর দেয়।
তথ্যসূত্রঃ The Wire