মেজর সিনহা নিহতের ঘটনায় দায় নির্দিষ্ট ব্যক্তির, কোনও বাহিনীর নয় : সেনাপ্রধান

আজ বুধবার (৫ আগস্ট) কক্সবাজার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, সেনাবাহিনী ও পুলিশ সবসময় কাঁধে কাঁধ রেখে কাজ করেছে। সিনহা নিহতের ঘটনায় দায় ব্যক্তির, কোনও বাহিনীর নয়। তিনি আরও বলেন, সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিচার হবে।

বিমানবন্দর থেকে তারা কক্সবাজারের লাবনী পয়েন্টে হোটেল জলতরঙ্গে এসে অবস্থান প্রধান জেনারেল আজিজ আহমেদ ও আইজিপি ড. বেনজীর আহমেদ। সেখানে বিশ্রাম শেষ দুই বাহিনীর প্রধানসহ স্থানীয় প্রশাসন বৈঠক করেন।

৩১ জুলাই সন্ধ্যার পর নিজের প্রাইভেটকারে করে তথ্যচিত্রের কাজ শেষে টেকনাফ থেকে কক্সবাজার ফেরার সময় শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান। সিনহা রাশেদ ২০১৮ সালে সৈয়দপুর সেনানিবাস থেকে তিনি স্বেচ্ছায় অবসর নেন।