মাগুরা প্রতিনিধিঃ জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য পুত্র, সাবেক সফল মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র, জননেতা মোহাম্মদ নাসিম এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শালিখা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি এ্যাড.শ্যামল কুমার দে ও সাধারণ সম্পাদক মোঃ আরজ আলী বিশ্বাস।
এক শোকবার্তায় শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারালো।মোহাম্মদ নাসিম এমপি’র মৃত্যু জাতীয় রাজনীতি ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশের উন্নয়নে তিনি যে অবদান রেখেছেন দেশবাসী তা শ্রদ্ধাভরে স্মরণ করবে।
এ্যাড.শ্যামল কুমার দে ও মোঃ আরজ আলী বিশ্বাস তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।