সাম্প্রতিক শিরোনাম

যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে নিরপেক্ষ অবস্থানে বাংলাদেশ

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে বাংলাদেশ ‘নিরপেক্ষ’ অবস্থানে থাকবে। তবে এ সংঘাতে প্রতিবেশী ইরাকে থাকা প্রবাসী কর্মীদের নিয়ে উদ্বেগের কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, আমাদের প্রায় তিন লাখ শ্রমিক ইরাকে আছেন। তারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন।
তাদের নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। আমরা ধারাবাহিকভাবে খবর নিচ্ছি। গতকাল ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন আন্তর্জাতিক উপকমিটির সভা শেষে এসব কথা বলেন আবদুল মোমেন।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যরা ঝগড়া-ঝাটি করুক, কিন্তু আমরা নিরপেক্ষ ও স্বতন্ত্র অবস্থানে থাকতে চাই। আমাদের নীতি- সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’। তবে বিশ্বায়নের এ যুগে কোথাও যদি অস্থিতিশীলতা হয়, তাহলে আমাদের দুশ্চিন্তা হয়। কারণ আমাদের এক কোটি ২২ লাখ লোক বিদেশের বিভিন্ন দেশে আছেন। তাদের অর্থনীতি খারাপ হলেও আমাদের দুঃখ লাগে, কারণ স্থিতিশীলতা থাকলে আমরা উন্নয়নের রোডম্যাপ অর্জন করতে পারি।

এ জন্য আমরা সব জায়গায় স্থিতিশীলতা চাই, শান্তি চাই।

কারণ আমরা সব জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছি। আরেক দেশে ঝামেলা হোক আমরা এটা চাই না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, খুব সুনির্দিষ্ট স্থানে আক্রমণ চালানো হচ্ছে, সুতরাং তারা এখনো কোনো ঝামেলায় পড়েনি। তারপরও সোমবার ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ করেছি।

আমি বলেছি, আপনি খোঁজ রাখেন, ওদেরকেও সতর্ক থাকতে বলেন

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...