শেখ ফজলুর রহমান মারুফকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে শেখ ফজলুর রহমান মারুফকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শেখ মারুফ যুবলীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শেখ ফজলুল হক মনির ছোট ভাই।
তার অপর ভাই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে শেখ ফজলুর রহমান মারুফকে জিজ্ঞাসাবাদ করেছে দুদকের একটি তদন্ত দল।
এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর শেখ ফজলুর রহমান মারুফকে তলব করে নোটিশ পাঠান দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
শেখ মারুফকে পাঠানো সেই নোটিশে বলা হয়, ‘সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত অভিযোগের বিষয়ে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন।’
ক্যাসিনো ও দুর্নীতির বিরুদ্ধে ‘শুদ্ধি অভিযান’ শুরু হলে দুদক অবৈধ সম্পদের যে অনুসন্ধান শুরু করেছে, এ তালিকায় রয়েছে শেখ মারুফের নাম। তিনি যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য থাকলেও নতুন কমিটিতে তাকে রাখা হয়নি। নতুন কমিটির সভাপতি হয়েছেন তার ভাতিজা শেখ ফজলে শামস পরশ