সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যুবাগোষ্ঠীকে দেশের সামাজিক ও জাতীয় উন্নয়নে সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে, স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (SWF) রিকল প্রকল্প ২০২১ এর অংশীদারদের নিয়ে বৃহস্পতিবার ৩০শে জানুয়ারি উপজেলা স্যানক্রেডের হল রুমে একত্রিকরন মূলকসভা অনুষ্টিত হয়েছে।
উপজেলা প্রকল্পের ট্রেইনিং এসিস্টেন্ট মোকসেদুর রহমানের সঞ্চালনায় ও স্যানক্রেড ওয়েলফেয়ার প্রকল্পের ভারপ্রাপ্ত সমন্বয়কারী তোফায়ের হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা তথ্য (আপা) কেন্দ্রের কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।
প্রকল্পের সকল স্টাফ এবং মিডিয়া অংশগ্রহনের মধ্য দিয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্টিত হয়।
কর্মশালার মূল আলোচ্য বিষয় ছিলো, পুঁতির কাজ ,ছুরি তৈরী, প্লাস্টিকের বোতল দিয়ে পণ্য সামগ্রী তৈরী করা, কাপড় দিয়ে ফুলদানি তৈরী, ট্রেইলারীং বিষয়, হাঁস-মুরগীর খামার, পুকুড়ে মাছ চাষ, গবাদি পশু পালন ও গবাদি পশু মোটা-তাজা করন ইত্যাদি বিষয়ে আলোচানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানক্রেড ওয়েলফেয়ার প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর সেলিনা আক্তার, অরবিন্দু দাশ, ভলেন্টিয়ার সদস্য হালিমা আক্তার প্রমুখ।