ঢাকা, ২৪ আগস্ট ২০২৫: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর রহমান এবং পাকিস্তান সেনাবাহিনীর চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি (CJCSC) জেনারেল সাহীর শামশাদ মির্জার মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা এবং ভবিষ্যতের সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
জেনারেল সাহীর শামশাদ মির্জা এ সময় দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে “ইতিবাচক অগ্রগতির পথে” বলে উল্লেখ করেন এবং নতুন সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করেন। অন্যদিকে, লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান পাকিস্তান সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করে সন্ত্রাসবিরোধী অভিযানে তাদের অবদানের কথা স্বীকার করেন।
তবে এই বৈঠকের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে নানান আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ছবিতে বাংলাদেশের পতাকা না থাকায় অনেকেই সমালোচনা করছেন। তাদের দাবি, এমন ঘটনা যদি ঢাকায় ঘটত, তবে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ তোলপাড় সৃষ্টি করত।
এছাড়া কিছু পোস্টে বৈঠকের স্থান নিয়ে বিভ্রান্তিও ছড়িয়েছে। কেউ কেউ ধারণা করেছিলেন বৈঠকটি লাহোরে হয়েছে, যদিও আসল তথ্য অনুযায়ী বৈঠকটি রাওয়ালপিন্ডির জয়েন্ট স্টাফ সদর দপ্তরেই অনুষ্ঠিত হয়েছিল।
আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, উভয় দেশ আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। তবে পতাকার অনুপস্থিতি, স্থানসংক্রান্ত ভুল ধারণা এবং ছবির উপস্থাপনা নিয়ে অনলাইনে সমালোচনা ও আলোচনা অব্যাহত রয়েছে।
















