সাম্প্রতিক শিরোনাম

রাজশাহীতে প্রথম পুলিশ আক্রান্ত

রাজশাহীতে এক কনস্টেবলসহ দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত অপরজন পরিচ্ছন্নতা কর্মী। তারা দুইজনই তানোর থানায় কর্মরত। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে তাদের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। রাজশাহীতে এই প্রথম কোনো পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। জেলায় এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়ালো।

আক্রান্তরা হলেন, তানোর থানার পুলিশ কনস্টেবল আলী হোসেন (৪২) ও থানার পরীছন্নকর্মী আব্দুল মালেক। কনস্টেবল আলী হোসেন থানার ওয়ালেস রেডিও বিভাগে কর্মরত। তিনি তানোরে আক্রান্ত এক রোগির বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি সংক্রমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পরীছন্নকর্মীর আক্রান্ত হওয়ার উৎসব পাওয়া যায়নি।

রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. বুলবুল হাসান, এ দিন ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচজনের পজেটিভি আসেছে। এদের মধ্যে পাবনার দুইজন, নাটোরের একজন ও রাজশাহীর দুইজন। এ দিন ল্যাবে আরও ২১৯ জনের নমুনা এসেছে পরীক্ষা জন্য বলে জানান তিনি।

তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজীয়ারা খাতুন বলেন, ‘গত ২ এপ্রিল তানোর থানায় গিয়ে আমরা এ দুইজনের নমুনা সংগ্রহ করি। তাদের নমুনা পরীক্ষার জন্য রামেকের ল্যাবে পাঠানো হয়। সোমবার সন্ধ্যায় জেলার সিভিল সার্জন ডা. এনামুল হক ওই দুই জনের করোনা পজিটিভ আসার তথ্য জানিয়েছেন। এ নিয়ে তানোরে তিনজন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে।’

তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, ‘তারা দুইজনই থানার স্টাফ। একজন কনস্টেবল, অন্যজন পরিচ্ছন্নতাকর্মী। তাদের করোনা পজিটিভ এসেছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমাকে ফোনে জানিয়েছেন। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও জেলা পুলিশের মুখ্যপাত্র ইফতে খায়ের আলম বলেন, রাজশাহীতে এই প্রথম পুলিশ ও তাদের স্টাফ আক্রান্ত হয়েছে। তারা দুইজনই তানোর থানায় কর্মরত। তাদের রাজশাহী পুলিশ লাইন্স হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হবে। এছাড়াও ওই থানার সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...