করোনার আগ্রাসন যেমন বাড়ছে ঠিক তেমনি বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন খবর ও বাড়ছে। প্রধানমন্ত্রী, প্রশাসনিক কর্মকর্তা কিংবা পুলিশ-র্যাব, সামরিক বাহিনী যে কারও নামেই গুজব ছড়াচ্ছে একটি মহল। গুজব ছড়ানোর কারনে ভিত্তিহীন খবরে বিশ্বাস করা জনগন তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে আর মূহুর্তের মধ্যইবতা ভাইরাল হচ্ছে।
এমন আরেকটি ফেসবুক পোস্ট ভাইরাল হতে দেখা যায় কাল মধ্যরাত থেকে। যেটাতে করোনা প্রতিরোধে কিছু বিভ্রান্তিকর সচেতনতামূলক তথ্য দিয়ে একটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়। যার রেফারেন্স হিসেবে র্যাপিড একশন ব্যাটালিয়ন বা র্যাব এর নাম দেয়া হয়। কিন্তু র্যাব জানায় এমন কোনো সচেতনতামূলক তথ্য র্যাব প্রকাশ করেনি৷ আর করলেও তা অফিশিয়ালি প্রকাশ করে র্যাব। এ প্রসঙ্গে একটি ফেসবুক স্ট্যাটাস এর মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করে র্যাব। স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলোঃ
আসসালমুয়ালাইকুম,
সামাজিক যোগাযোগ মাধ্যমে র্যাব এর পক্ষথেকে সতর্কতা মূলক পোষ্ট হিসেবে জনগণের কাছে খুব অল্প সময়ের মধ্যে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেটা সম্পূর্ণ একটি গুজব। আপনারা এই ধরনের গুজবে বিশ্বাস এবং শেয়ার করা থেকে বিরত থাকুন। র্যাব ফোর্সেস এই ধরনের কোন সতর্কবার্তা জনগনকে প্রদান করেনাই। গুজব হতে সাবধান হোন,অন্যকে সাবধান থাকতে সাহায্য করবেন। তথ্য যাচাই করুন, মিথ্যে রুখে সত্য জানুন।
জনসচেতনতায় : র্যাব ফোর্সেস।
আরও পড়ুন, বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক ঋণ ও বিদ্যুৎ বিল স্থগিত সংক্রান্ত সকল তথ্য গুজব
এর আগে গতকাল প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে ভিত্তিহীন কিছু তথ্যসহ ১৭ টি নির্দেশনামূলক একটি গুজব ভাইরাল হয়। যা প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা পরে গুজব বলে বিবৃতি দেন।