রাজনীতিবিদ ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী লাইফ সাপোর্টে রয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি লাইফ সাপোর্টে আছেন। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন,‘শ্বাসকষ্ট ও নিউমোনিয়া আক্রান্ত ফজিলাতুন্নেসা বাপ্পীকে শনিবার (২৮ ডিসেম্বর) হাসপাতালে ভর্তি করা হয়। মূলত শ্বাসকষ্টের জন্যই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’
যুবলীগ নেতা ফজিলাতুন্নেসা বাপ্পী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদের এই সদস্যের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়ায়। তার রোগমুক্তিতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।