লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদরাসায় বর্নাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত।

লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদরাসায় বর্নাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত।

মোহাম্মদ আমিনুল ইসলাম
বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম দক্ষিণ জেলা 
আজ ১৬  ডিসেম্বর ( সোমবার) সূর্যোদয়ের সাথে সাথে  লোহাগাড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় বিভিন্ন কর্মসূচির  মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। 
ভোরে লাল সবুজের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় বিজয় দিবস উদযাপন। দেশের সার্বিক উন্নয়ন,কল্যাণ  ও শহীদদের স্মরণে  খতমে কুরআন সম্পন্ন হয়। 
সকাল ১০.০০ টায় আরবি প্রভাষক মাওলানা শহীদুল্লাহ এর সঞ্চলনায় ও উক্ত প্র‌তিষ্ঠা‌নের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা মাহমুদুল হ‌কের সভাপ‌তি‌ত্বে  ‘‌বিজ‌য় দিবসে‌রে তাৎপর্য’ শীর্ষক অনু‌ষ্ঠিত  আলোচনা সভায় বক্তব্য রা‌খেন প্রভাষক মাওলানা মিজানুর রহমান ও সহকারী অধ্যাপক মুহাম্মদ আউয়াল হো‌সেন। 
বক্তাগণ তা‌দের বক্ত‌ব্যে দে‌শের সা‌র্বিক উন্নয়ন ও প্রা‌প্তি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তু‌লে ধ‌রেন।

লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদরাসায় বর্নাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত।
প‌রে শহীদ‌দের স্মর‌ণে ও দে‌শের সাম‌গ্রিক কল্যাণ কামনায় দুআ ও মুনাজা‌তের মাধ্য‌মে অনুষ্ঠা‌নের সমা‌প্তি ঘোষণা ক‌রেন মাদরাসার আর‌বি প্রভাষক জনাব মাওলানা এনামুল ক‌রিম আনসা‌রি।