সাম্প্রতিক শিরোনাম

শতবর্ষী আবুতোরাব উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার শতবর্ষী স্কুল আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে। দুইদিন ব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন (৫ মার্চ বৃহস্পতিবার) ক্রীড়া অনুষ্ঠান হয়। দ্বিতীয়দিনের (৭মার্চ শনিবার) অনুষ্ঠানে সংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, সাংবাদিক ও কলামিস্ট মোহাম্মদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহা কবি আবদুল কাইউম নিজামী, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী দেলোয়ার হোসেন।
প্রধান অতিথি বলেন, ছেলেমেয়েদের মেধার বিকাশে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চাও প্রয়োজন। খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ রাখবে। আর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়ার মাধ্যমে তারা মননশীল ও সুনাগরিক হয়ে গড়ে উঠবে।পাশাপাশি অভিভাবকেরা সচেতন হলেই সন্তানেরা ভাল থাকতে পারে। এজন্য সকলকেও সচেতন হতে হবে।
বিদ্যায় পরিচালনা পর্ষদ এর সভাপতি এম আলা উদ্দিন বলেন,শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুস্থ সাংস্কৃতিক চর্চার অভাব, খেলাধুলার অভাব, যথাযথ শিক্ষার অভাব, আদর্শবাদী শিক্ষকের তদারকীর অভাব, সমাজে নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ ও পরিবাবের মূল্যবোধ সম্পন্ন পিতামাতার অভাব-এতসব অভাব ও শূণ্যতার মাঝে শিক্ষার্থীদের মধ্যে ঢুকে গেছে উগ্রবাদিতা আর জঙ্গীকার্যক্রমের প্রতি ঝোঁক। সুস্থ সংস্কৃতিচর্চা মানুষকে উদারতা শেখায়, সবার সঙ্গে মিশতে শেখায়, সৃজনশীলতা তৈরি করে শিক্ষার্থীদের আনন্দে মাতিয়ে রাখে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার মতো কাজে তাদেরকে উজ্জীবিত করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সদস্য নুর উদ্দিন, সংঘমিত্র বড়ুয়া, মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হেনা বাদশা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক, যুবলীগ নেতা আলমগীর প্রমূখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন বিদ্যালয়ের শিক্ষক, পরিচালন পরিষদের সদস্য ও শিক্ষার্থীবৃন্দ।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...