চীনে শূকরের শরীরে নতুন এক ধরনের ফ্লু ভাইরাস পাওয়া গেছে, যা মানুষের শরীরে অনেক বেশি সংক্রমিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
একটি গবেষণার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। তবে বিশেষজ্ঞরা এটিকে আসন্ন হুমকি হিসেবে দেখছেন না।
এই ভাইরাস যাতে সম্ভাব্য কোনো বৈশ্বিক মহামারী হতে না পারে, তা নিবিড়ভাবে পর্যালোচনা করতে হবে।
২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে শূকরের শরীরে পাওয়া এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ওপর গবেষণা করেছেন চীনের এক দল বিজ্ঞানী এবং তারা এইচওয়ানএনওয়ানের জি৪ প্রজাতির ভাইরাসের খোঁজ পেয়েছেন, যার মধ্যে মহামারী ভাইরাসের সব উপাদান রয়েছে।
একটি গবেষণার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। তবে বিশেষজ্ঞরা এটিকে আসন্ন হুমকি হিসেবে দেখছেন না।
শূকরের খামারের কর্মীদের রক্তে ভাইরাসটির উচ্চমাত্রার উপস্থিতি দেখা গেছে। কাজেই মানুষের শরীরে তার উপস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করে দেখা উচিত।
বিশেষ করে যারা শূকর কারখানায় কাজ করেন, তাদের ক্ষেত্রে এটি জোর দিয়ে কার্যকর করা উচিত বলে খবরে বলা হয়েছে।
গবেষণায় বলা হয়, মানুষের শরীরে সংক্রমিত হওয়ার ক্ষেত্রে প্রজাতিগত বাধা অতিক্রম করার ঝুঁকি রয়েছে ভাইরাসটিতে।
বিশেষ করে চীনের মতো ঘনবসিতপূর্ণ দেশে তা ছড়িয়ে পড়তে পারে।