স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন প্রস্তুতকারী সব প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। যেটা সবচেয়ে ভালো হবে, আমরা সেটাই গ্রহণ করবো।’
বুধবার (২২ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক দেশে ভ্যাকসিন তৈরি হচ্ছে। আমরা চাই, তাড়াতাড়ি ভ্যাকসিন আসুক, মানুষ তাড়াতাড়ি ভ্যাকসিন পাক, মানুষ তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরুক।’
তিনি বলেন, ‘যারা ভ্যাকসিন তৈরি করছে, তারা থার্ড স্টেজে চলে এসেছে। তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। আমরা সবারটাই মাথায় রেখেছি। চীনেও যোগাযোগ করেছি। যেটা ভালো হয় সেটাই করবো।’
কোন ভ্যাকসিনটা গ্রহণ করা হবে- এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অনুমোদন দেবে সরকারি পর্যায় থেকে। আর কখন কাদেরটা নেবো- এটা তো একটা পলিসি ডিসিশন। আমাদের এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে ট্রায়াল করাও সরকারি সিদ্ধান্ত।’