সোমবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে হাজী সেলিমের ছেলে মোহাম্মদ এরফান সেলিমকে গ্রেফতারের উদ্দেশে তার বাসায় অভিযান শুরু করে র্যাব।
এর আগে রাজধানীতে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় আজ সকালে মামলা দায়ের হয় অভিযুক্তদের নামে। মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ও ঢাকা -৭ আসনের এমপি হাজী সেলিমের বাসায় অভিযানের পর জানা যায় মামলায় জড়িত হাজী সেলিমের ছেলেকে গ্রেফতার করেছে র্যাব।
গত ২৫ অক্টোবর রাতে ঢাকা-৭ আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়।
রাতে এ ঘটনায় জিডি হলেও ২৬ অক্টোবর ভোরে হাজী সেলিমের ছেলেসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন ওয়াসিফ।