মোহাম্মদ আলী রাশেদ
ষ্টাফ রিপোর্টারঃ
সাতকানিয়া সোনাকানিয়া মির্জাখীল বাংলাবাজার থেকে চৌধুরী পুকুর পার দিয়ে সাতকানিয়া যাওয়ার রাস্তাটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, কিছু দূর পর পর রাস্তার মধ্যখানে ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে সে সব গর্তে পানি জমে যায়। এ-ছাড়াও পিচ কর্পেটিং উঠে গিয়ে বেরিয়ে এসেছে ইট। এ রাস্তাটি নষ্ট হয়ে যাবার কারণে এ রাস্তায় চলাচলকারী মানুষ ও যানবাহন বেকায়দায় পড়েছেন। অসুস্থ রোগী কিংবা জরুরি কাজে সাতকানিয়া যেতে হলে এখন সময় লাগছে দ্বিগুণ। প্রতিনিয়ত গর্তে যানবাহনের চাকা পড়ে বিকল হয়ে থাকছে রাস্তা জুড়ে।
স্হানীয় বিভিন্ন জনের সাথে কথা বললে তারা জানান, চলাচলের এ সড়কটি একটু একটু নষ্ট হয়ে যাচ্ছে । বৃষ্টি হলে রাস্তায় সৃষ্টি গর্তে পানি জমে যায়। জমে থাকা পানির উপর দিয়ে ভারি যানবাহন গেলে রাস্তা আরও ভেঙ্গে যায়। এলাকার কলেজ ছাত্র রাইহান জানান, কলেজের পরীক্ষা কিংবা শহরে যেতে হলে অটো রিকশায় আমার মত অনেক শিক্ষার্থীকে যেতে হয়। রাস্তা ভাঙ্গাচুরা ও উঁচুনিচু হয়ে পড়ার কারণে অটো রিকশা একদিকে কাত হয়ে যায়, একটু চালক অসচেতন হলে মনে হয় অটো রিকশা উল্টে যাবে। দেখা যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টুকরো ইট ও বালু দিয়ে আপাতত মেরামত করেছে ভাঙ্গা স্থানগুলো। কিন্তু দু একদিন বৃষ্টি হলেই তা টিকবে কি না সে বিষয়ে সংশয় রয়েছে এলাকাবাসীর।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গে একটাই চাওয়া, বহু মানুষের চলাচলের এ সড়কটি যেন যতদ্রুত মজবুত করে তৈরি করা হয় এবং ড্রেনের ব্যবস্থা করা হয়।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া লোহাগাড়া)`র সংসদ সদস্য, আন্তর্জাতিক ইসলামিক স্কলার,উন্নয়নের সফল কান্ডারী প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি সাহেব মির্জাখীলের রাস্তাটি মেরামতের জন্য আপনার সু দৃষ্টি কামনা করছি।