মোঃ মনজুুর আলম
ব্যুরো চীফ চট্রগ্রাম দক্ষিণজেলাঃ
চট্রগ্রাম – কক্সবাজার মহাসড়কের কেরাণীহাট – বান্দরবান সড়কের ট্রাফিক মোড় সংগল্ন গোল চত্বরে ট্রাফিক সার্জেন্ট গোলাম হোসেন সবুজের নেতৃত্বে গতকাল ১২/১১/২০১৯ ইং রোজঃ মঙ্গলবার বিকেল ৫ ঘঠিকার সময় কেরাণীহাট পুলিশ বক্সে কর্মরত সকল ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশের সহযোগীতায় বৃক্ষ ও ফুলের চারা রোপন করা হয়। সরেজমিনে গিয়ে দেখাযায় সার্জেন্ট সবুজের নেতৃত্বে ট্রাফিক পুলিশের কনষ্টেবল বোরহান, সাজ্জাদ, কমিউনিটি পুলিশ মোরশেদ, আবদুল আউয়াল,সাইদ চট্রগ্রাম- কক্সবাজার ও কেরাণীহাট বান্দরবানের যানজট নিরসনের পাশাপাশি কেরাণীহাট গোল চত্বরে বিভিন্ন ফুল ও বৃক্ষ রোপন করে দক্ষতার পরিচয় দিয়ে পরিবেশ রক্ষার্তে অপরিসীম ভূমিকা পালন করেছে বলে স্থানীয় পথচারী, যাত্রী, চালক সূত্রে জানাযায়। এ ব্যাপারে সার্জেন্ট সবুজের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি নিজ উদ্বেগ্যে গোল চত্বরে ফুলের চারা রোপন করেছি গোল চত্বরে ফুলের চারা থাকলে দেখতে যেমন সুন্দর তেমনি পরিবেশের ভারসার্ম রক্ষার্তে ও বৃক্ষ আমাদের সহযোগীতা করে। তিনি আরো বলেন চট্রগ্রাম – কক্সবাজার মহাসড়ক ও সাতকানিয়া – বান্দরবান সড়কের মাঝামাঝি কেরাণীহাট গোল চত্বর তাই বান্দরবান ও কক্সবাজারে ভ্রমনে আশা টুরিস্ট গুলো ভ্রমনে যাওয়ার পথে টুরিস্টদের ভ্রমনে উৎসাহিত করবে ও আনন্দদেবে তাই আমি আমার সঙ্গীয় সকল কর্মকর্তা দের নিয়ে বৃক্ষ রোপন ও বিভিন্ন ফুলের চারা লাগানোর উদ্বেগ নেওয়া হয়। এ ব্যপারে স্থানীয় ব্যাবসায়ীদের কাছে জানতে তারা বলেন এটি একটি মহৎ উদ্বেগ আমরা বর্তমান ট্রাফিক সার্জেন্ট সবুজের কাজে সন্তুষ্ট।