সিংগাইরে অবৈধ ভাবে চাল মজুদ করায় সেচ্ছাসেবক লীগ নেতা আটক


মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সিংগাইরে সরকারের খাদ্য কর্মসূচির ১০ টাকা কেজি চাল আত্মসাত ও অবৈধ মজুদের অভিযোগে এক ডিলারকে আটক খরেছে পুলিশ।

রোববার ডিলারের নিজ ব‍্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।আবুবকর সিদ্দিক নামে ঐ ডিলার ধল্লা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ এর সভাপতি।

স্থানীয় প্রশাসন গোপন সংবাদে জানতে পারে, ধল্লা ইউনিয়নে এ কর্মসূচিতে বিভিন্ন দুর্নীতি চলছে। রোববার সন্ধ্যার দিকে স্থানীয় প্রশাসন তার গোডাউনে অভিযান চালায়।

এসময় তার গোডাউনে ৩০ কেজির ৪৯ বস্তা চাল পাওয়া যায়নি একই সাথে পাশের একটি রুমে তালাবদ্ধ অবস্থায় গত মাসের ৫০ কেজির ৪৪ বস্তা চাল মজুদ পাওয়া গেছে।

যা তিনি দুস্থদের মাঝে বিতরণ না করে বাজারে বিক্রির জন্য মজুদ করে রেখেছিলেন।

এ ঘটনায় ধল্লা ইউনিয়নের ট‍্যাগ অফিসার ও স্থানীয় উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো: নাজিম উদ্দিন বাদি হয়ে সিংগাইর থানায় মামলা করেছেন।