চাটমোহরের সন্তান পাবনা জেলার সুজানগর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো: কামরুজ্জামান শেখ একাধারে করোনা ও ডেঙ্গু পজিটিভ হয়েছেন।
উপসর্গ না থাকায় বর্তমানে তিনি ‘হোম আইসোরেশন’-এ রয়েছেন।
গত ২৩ মে কামরুজ্জামান শেখ অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে প্রচন্ড ব্যথা এবং জ্বর বাড়তে থাকে। অবশেষে গত ৩০ মে স্বাস্থ বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী প্রেরণ করে। একই সাথে তার রক্ত পরীক্ষাও করা হয়।
পরবর্তীতে জ্বর ও শরীরের ব্যথা থেকে সুস্থতা লাভ করলেও গত ২৩ মে থেকেই তিনি স্বেচ্ছায় ‘হোম কোরেন্টাইন’-এ ছিলেন।
এদিকে গতকাল ৬ জুন রাজশাহী থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি করোনা পজিটিভ হয়েছেন। বর্তমানে তার শরীরে কোনো উপসর্গ না থাকলেও ইতিমধ্যে তাকে ‘হোম আইসোলেশন’-এ রাখা হয়েছে।
অপরদিকে রক্ত পরীক্ষার ফলাফল অনুযায়ী কামরুজ্জামানন শেখ ডেঙ্গুতেও আক্রান্ত হয়েছেন। এ মুহুর্তে তিনি করোনা এবং ডেঙ্গু উভয় ভাইরাসে আক্রান্ত রয়েছেন। তবে এখন পর্যন্ত তার পরিবারের অপর সদস্যগণ সুস্থ রয়েছেন।