সাম্প্রতিক শিরোনাম

স্বাস্থ্যকর্মীদের সহায়তায় সাজেদা ফাউন্ডেশনকে দেড় লাখ ডলার অনুদান মেটলাইফের

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে সম্মুখ সারির স্বাস্থ্যকর্মীদেরকে সহায়তা প্রদানের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের সাথে কাজ শুরু করছে মেটলাইফ ফাউন্ডেশন।

মেটলাইফ ফাউন্ডেশনের কাছ থেকে অনুদান হিসেবে প্রাপ্ত দেড় লাখ মার্কিন ডলার সাজেদা ফাউন্ডেশন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন এমন নির্দিষ্ট সংখ্যক সম্মুখ সারির স্বাস্থ্যকর্মীর অসহায় পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে প্রদান করবে। সেই সাথে অনুদানের একটি অংশ নারায়ণগঞ্জে অবস্থিত সাজেদা ফাউন্ডেশনের কোভিড-১৯ আইসোলেশন সেন্টারের সক্ষমতা ও সুরক্ষা ব্যবস্থা জোরদার করার কাজে ব্যবহার করবে।

নির্বাচিত প্রত্যেকটি পরিবার আর্থিক সহায়তা হিসেবে দুই লাখ টাকা করে পাবেন। এক্ষেত্রে, কারা আর্থিক সহায়তার জন্য বিবেচিত হবেন সে প্রক্রিয়া এবং আর্থিক সহায়তা পরিবারগুলোর কাছে পৌঁছানোর বিষয়টি তদারকি করবে সাজেদা ফাউন্ডেশন।

কোভিড-১৯ চিকিৎসার জন্য নির্ধারিত সরকারি বা বেসরকারি এবং অন্যান্য সরকারি বা বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স, প্যারামেডিকস এবং ল্যাব টেকনিশিয়ান/ টেকনোলজিস্ট যারা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, তাঁদের পরিবার এ আর্থিক সহায়তার জন্য বিবেচিত হবেন।

এ বিষয়ে সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাহেদা ফিজা কবীর বলেন, ‘কোভিড-১৯ সঙ্কটের শুরু থেকেই আমরা একটি কোয়ারেন্টাইন এবং আইসোলেশন সেন্টার পরিচালনা করছি। এটা পরিচালনা করতে গিয়ে আমরা দেখেছি, এ সঙ্কটকালীন সময়ে স্বাস্থ্যকর্মীরা যে কতোটা চাপ ও ঝুঁকি নিয়ে কাজ করছেন। সহায়তার জন্য মেটলাইফ ফাউন্ডেশনকে আমরা ধন্যবাদ জানাই এবং আশা করি এ অনুদান স্বাস্থ্যকর্মীদের সহায়তার ক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে গণ্য হবে।

মেটলাইফ বাংলাদেশ-এর জেনারেল ম্যানেজার সৈয়দ হাম্মাদুল করীম বলেন, ‘দেশের কোভিড-১৯ পরিস্থিতির সঠিক ব্যবস্থ্যপনা ও সফলভাবে পরিচালনার জন্য সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের অবদান অনস্বীকার্য।

তিনি বলেন, মেটলাইফ ফাউন্ডশনে আমরা বিশ্বাস করি যে, আর্থিক সঙ্গতি সকলের জন্য প্রয়োজন। সমাজের সুবিধা বঞ্চিত মানুষ বা জনগোষ্ঠীর আর্থিক সঙ্গতি তৈরির লক্ষ্যে আমরা সুদৃঢ় সমাধান, আর্থিক দক্ষতা এবং অর্থবহ অনুদানের সমন্বয়ে কাজ করে চলেছি । আর্থিক সক্ষমতার সমাধান ও শক্তিশালী জনগোষ্ঠী প্রতিষ্ঠায় বিশ্ব জুড়ে বিভিন্ন সংস্থার সাথে অংশীদারিত্বের সর্ম্পক তৈরির মাধ্যমে উল্লেখযোগ্য পরিবর্তন আনয়নে কাজ করে যাচ্ছে মেটলাইফ কর্মীরা।

মেটলাইফ ফাউন্ডেশন ও সাজেদা ফাউন্ডেশনের এ যৌথ উদ্যোগের মাধ্যমে নির্ভীক সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।

প্রসঙ্গত: মেটলাইফের দীর্ঘদিনের সামাজিক দায়বদ্ধতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের ধারাকে বজায় রাখতে ১৯৭৬ সালে গড়ে তোলা হয় মেটলাইফ ফাউন্ডেশন। শুরু থেকে ২০১৯ সালের শেষ অবধি মেটলাইফ ফাউন্ডেশন ৮৬০ মিলিয়ন মার্কিন ডলারের অধিক অনুদান হিসেবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ৮৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে যেন তা সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ইতিমধ্যে আমাদের আর্থিক সঙ্গতি গঠনের প্রচেষ্টা পৃথিবীর ৪২ টি দেশের ৯.৯ মিলিয়নেরও বেশি নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছে গেছে।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...